Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিগন্যাল ভেঙে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালিয়ে গেল মাইক্রোবাস

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১২:৪৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন বলে জানা গেছে। তার নাম হেলাল উদ্দিন (৫০)।

রোববার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত পুলিশ সদস্যের বাড়ি গাজিপুর জেলার কালিয়াকৈর এলাকায়। থাকতেন তেজগাঁ ট্রাফিক পুলিশ ব্যারাকে। ট্রাফিক তেজাগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন হেলাল উদ্দিন।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ জানান, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্বরত ছিলেন হেলাল উদ্দিন। এ সময় গাবতলীর দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সিগন্যাল দেন তিনি। তখন একবার গাড়িটি থামলেও পরক্ষণেই বেপোরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পরে গেলে গাড়িটি তার ওপর দিয়ে চালিয়ে যায়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসটি আটক করা যায়নি। গাড়িটি আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ ট্রাফিক পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর