Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১২:৩৭

বরিশাল: বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮৫ জন।

রোববার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বরিশাল জেলায় ২ জন, পটুয়াখালী জেলায় ১ জন, ভোলা জেলায় ১ জন ও বরগুনা জেলায় ১ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

বিভাগে মোট আক্রান্ত ৩৩ হাজার ৮২৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪১ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৫৩ জন নিয়ে মোট ১৪ হাজার ১৩৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৩৭ জন নিয়ে মোট ৪ হাজার ৪১৭ জন, ভোলা জেলায় নতুন ৮৭ জন নিয়ে মোট ৩ হাজার ৯০৪ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৫ জন নিয়ে মোট ৪ হাজার ৩৭২ জন, বরগুনা জেলায় নতুন ৮৬ জন নিয়ে মোট ২ হাজার ৯৪৩ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৭৭ জন নিয়ে মোট ৪ হাজার ৬০ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩৫৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪৭ জন করোনা ওয়ার্ডে এবং ২০৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

করোনা আক্রান্ত টপ নিউজ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর