Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় স্বামীর ‘পরকীয়া’র রেকর্ড শোনায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১১:০৩ | আপডেট: ১ আগস্ট ২০২১ ১৩:১৭

বেনাপোল: যশোরের শার্শায় লাবনী খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার বাগঁআচড়ার সাতমাইল গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের অভিযোগ, লাবনীকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালাচ্ছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমামুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক। পুলিশ লাবনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। লাবনী যশোরের মনিরামপুর উপজেলার চাকলা কাঁটালতলা গ্রামের সবুজ আলী গাজীর মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, পাঁচ বছর আগে লাবনীর বিয়ে হয় শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল এলাকার শফিকুল ইসলাম শফির ছেলে ইমামুল ইসলামের সঙ্গে। প্রথম দিকে সংসার জীবন ভালো চললেও ইমামুল পরকীয়ায় জড়ালে দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার রাতে স্বামীর ফোন দেখতে গিয়ে স্থানীয় একটি মেয়ের সঙ্গে প্রেম আলাপের একটি অডিও রেকর্ড শুনতে পান লাবনী। এ বিষয় জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে ইমামুল লাবনীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সেটি আত্মহত্যা বলে রটাতে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

নিহতের বাবা সবুজ আলী গাজী জানান, ইমামুল প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো। মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন রয়েছে। সকালেও তাকে মারধর করা হয়। পুলিশ আসার খবরে ইমামুলসহ বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে। এ হত্যার সঠিক বিচার চাই। পুলিশ তদন্ত করলে রহস্য উদঘাটন হবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, লাবনীর শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। নিহতের বাপের বাড়ির লোকজন আপাতত অপমৃত্যুর মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্ত শেষে হত্যার আলামত মিললে হত্যা মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

গৃহবধূর লাশ উদ্ধার টপ নিউজ হত্যা

বিজ্ঞাপন

ছবির গল্প / টমেটো বাণিজ্য
৯ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর