Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ০৯:১৬ | আপডেট: ১ আগস্ট ২০২১ ১২:৫৮

মাদারীপুর: শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আড়িয়াল খাঁ টোলে কর্মরত নির্মল, সোহান, পুলক, ট্রাকে থাকা শ্রমিক মো. মিরাজ (২৮), মো. আরিফ (২৪) ও হান্নান গাজী (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি বরিশালের ভোলার লালমোহন থেকে যাত্রীবোঝাই করে বাংলাবাজার ফেরিঘাটে যাচ্ছিল। শনিবার রাত নয়টার দিকে আড়িয়াল খাঁ সেতুর টোলের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার তিন শ্রমিককে চাপা দেয়। পরে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এতে ঘটনাস্থলে দুইজন ও স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকটি দ্রুতগতিতে টোলপ্লাজার কাছাকাছি এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পাশের খাদে পড়ে যায়।

সারাবাংলা/এএম

টপ নিউজ ট্রাক ট্রাক খাদে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর