Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় পানিবন্দি মানুষের দুর্ভোগ বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ০০:১৫

সাতক্ষীরা: অতিবৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়া সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন উপজেলার মানুষের দুর্ভোগ বাড়ছে। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বেড়েছে সাপের উপদ্রব। তবে খাল বন্ধ করে বসানো যে নেটপাটার কারণে এই ভোগান্তি তা এখনও অপসারণ করা হয়নি।

শনিবার (৩১ জুলাই) সকালে বকচরা মাঝেরপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালির বাড়ির পাশ থেকে শুরু হওয়া বকচরা খালে স্থানীয় এশার আলী, ইনছান আলী, হাশেম আলী, দক্ষিণপাড়ায় আব্দুল হালিমসহ কয়েকজন দীর্ঘদিন নেট পাটা দিয়ে মাছ ধরে আসছেন। খালে নেটপাটা দেওয়ার কারণে পানি সরতে পারে না। গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই তিন দিনের অতিবৃষ্টিতে বাড়ি-ঘরে পানি ঢুকেছে।

বিজ্ঞাপন

বকচরা গ্রামের ওয়াজেদ আলী, মান্নান সরদার, হাফিজুল ইসলাম বলেন, ‘চারিদিকে পানি থই থই করছে। অপরিকল্পিতভাবে মাছের ঘের করায় বর্ষার পানি স্বাভাবিকভাবে বের হতে পারে না। পাঁচ বছর ধরে এ অবস্থা চললেও চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলেও লাভ হয়নি। অপসারিত হয়নি খালের ভিতরে বসানো নেট-পাটা।’

এদিকে পৌরসভার কিছু জায়গায় পানি সামান্য কমলেও মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনী, রথখোলার বিল, গদাইয়ের বিল, মাগুরা দাসপাড়া, মাছখোলা, কৈখালি বিল, তালতলা নিম্নাঞ্চল, দহকুলাসহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে।

এছাড়া আশাশুনির প্রতাপনগর, খাজরা, আনুলিয়া, শ্রীউলা, শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালিনি, কৈখালি, রমজাননগর, মুন্সিগঞ্জসহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গবাদি পশু ও হাঁসমুরগি নিয়ে তারা বিপাকে পড়েছেন। রাস্তার উপরেও রয়েছে হাঁটু পানি। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বিজ্ঞাপন

আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মজনু মালী জানান, তার এলাকায় কোথাও কোনো নেট পাটা নেই। ঘেরের বেড়িবাঁধ সমস্যা নয়। বকচরা খালের বেড়াডাঙিতে মোজাফফর গার্ডেনের প্রাচীর ভেঙে পড়ায় পানি কম সরছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘পানি নিস্কাশনের জন্য পৌরসভার সঙ্গে কথা বলে কাজ করা হচ্ছে। নেটপাটা সরানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তাতে কাজ না হলে জেলা প্রশাসনের উদ্যোগে নেটপাটা অপসারণ করা হবে।’

সারাবাংলা/এমও

দুর্ভোগ পানিবন্দি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর