Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্লামেন্ট মেম্বার্স ক্লাব উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ২১:৪৪

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্য এবং নির্বাচনি এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।

অন্য ক্লাবগুলোর তুলনায় পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সব দিক থেকে অনন্য। সকলের অংশগ্রহনের মধ্য দিয়ে ভবিষ্যতে ক্লাবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

শনিবার (৩১ জুলাই) পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

একইসঙ্গে, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন স্পিকার।

স্পিকার বলেন, যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব তৈরি করা হয়েছে। এ সময় সংসদ সদস্যদের বিভিন্ন প্রয়োজনে ক্লাব ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, এ বি এম তাজুল ইসলাম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শরীফ আহমেদ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, নসরুল হামিদ বিপু এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নাহিম রাজ্জাক এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রুমানা আলী এমপি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

পার্লামেন্ট মেম্বার্স ক্লাব স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর