সপ্তাহে ১ কোটি ভ্যাকসিন দেওয়ার টার্গেট, বয়স্কদের অগ্রাধিকার
৩১ জুলাই ২০২১ ১৯:৫১ | আপডেট: ১ আগস্ট ২০২১ ০১:১৭
ঢাকা: দেশে বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এবার সপ্তাহে এক কোটিরও বেশি ভ্যাকসিন প্রয়োগের টার্গেট নেওয়া হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
এদিন কোভ্যাক্সের আওতায় দেশে বাংলাদেশে জাপান সরকারের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখন যথেষ্ট ভ্যাকসিন মজুদ আছে। আমরা গ্রাম-গঞ্জে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি। আগামী ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করব।’
তিনি বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র খুলছি। এই কেন্দ্রগুলোতে ভ্যাকসিন দেওয়া শুরু করব। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রায় ১৩ হাজার ৮০০ বুথে ভ্যাকসিন দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আমরা যে, এক সপ্তাহের মধ্যে এক কোটিরও বেশি ভ্যাকসিন দিতে সক্ষম হব। এটি আমাদের টার্গেট। অনেক বড় টার্গেট। তার ব্যবস্থা আমরা নিয়েছি। প্রায় ৪০-৫০ হাজার লোক কাজ করবে এই ভ্যাকসিন কর্মসূচিতে। আমরা এবার প্রথমেই বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব।’
জাহিদ মালেক বলেন, ‘যারা বয়স্ক তারা আক্রান্ত হচ্ছেন বেশি এবং মৃত্যুবরণও করছেন বেশি। সে কারণেই এই ভ্যাকসিন আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। বয়স্কদের আগে নিবন্ধনের প্রয়োজন হবে না। তারা যদি এনআইডি কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্রে চলে আসে, তাহলে আমরা তাদের ভ্যাকসিন দেবো। যদি এনআইডি কার্ড নাও থাকে তাহলে বিশেষ ব্যবস্থায় আমরা তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ হাতে নিয়েছি।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসবি/পিটিএম