চাকরি বাঁচাতে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী জনস্রোত
৩১ জুলাই ২০২১ ১৫:৫৪
বরিশাল: কঠোর বিধিনিষেধের মধ্যে রোববার (১ আগস্ট) থেকে খুলছে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পের কারখানাগুলো, কাজে যোগ দিতে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছে শ্রমিকরা। পথে পথে ভোগান্তি সঙ্গী করে কর্মস্থলে ফেরাদের অধিকাংশই পোশাকশ্রমিক এবং তাদের পরিবারের সদস্য।
চাকরি বাঁচাতে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নামা শ্রমিকদের অনেকের সঙ্গেই কথা বলে দেখা গেছে, কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে যানবাহন চলাচলের সুরাহা না করায় তারা ক্ষুব্ধ।
এদিকে, রাস্তায় বাস বন্ধ থাকায় ঢাকামুখী মানুষ মূলত ভেঙেভেঙে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, নসিমন, করিমন, থ্রি হুইলার, মোটরসাইকেল এবং পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ নানান যানবাহনে কৌশলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পলিথিন টাঙিয়ে বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন তারা। অনেকে কোনো ধরনের যানবাহন না পেয়ে, পায়ে হেঁটেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমন চিত্রও দেখা গেছে।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রাজধানীমুখী পোশাকশ্রমিকদের ভিড় বাড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গেসঙ্গেই বাস টার্মিনাল এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। তাদের মধ্যে অসংখ্য নারী-শিশু।
একপর্যায়ে বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ট্রাকের পথরোধও করেন তারা। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যেই পণ্যবাহী ট্রাকের চলাচল স্বাভাবিক করে। তারপরও যে যেভাবে পারছেন ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন।
ঢাকায় ফেরা মানুষরা জানিয়েছেন, তাদেরকে প্রতিষ্ঠান থেকে ফোন করে জানানো হয়েছে ১ আগস্ট থেকে গার্মেন্টস খুলছে। তাই চাকরি বাঁচাতে পথে সীমাহীন ভোগান্তি পাড়ি দিয়ে চলে এসেছেন তারা। ভাড়াও গুনতে হয়েছে কয়েকগুণ বেশি।
নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার পথে আলি হোসেন ও জসিম উদ্দিন নামের দুইজন পোশাক শ্রমিক জানান, পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ শ্রমিকদের ১ আগস্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে বৃষ্টি আর লকডাউন উপেক্ষা করেই তাদের রাজধানীমুখী হতে হচ্ছে। বাসসহ কোনো গণপরিবহন না থাকায় দ্বিগুণ খরচে বাকেরগঞ্জ থেকে বরিশালে এসেছেন। এখন এখানে এসে কোনো যানবাহন না পেয়ে দারুণ বিপাকে পড়েছেন।
অন্যদিকে, নথুল্লাবাদ বাস টার্মিনালসহ নিজেদের আওতাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিমান বন্দর থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রী।
প্রসঙ্গত, বরিশাল বিভাগের বিভিন্ন জেলার অসংখ্য শ্রমিক রাজধানীর বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। ঈদুল আজহার সময় আট দিন যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায়, পোশাক শ্রমিকরা ওই সময়ে বাড়ি ফিরেছিলেন। লকডাউনে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে সেই পোশাক শ্রমিকরাই এখন বিপাকে পড়েছেন।
সারাবাংলা/একেএম