Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গাড়ির চাপ কিছুটা বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ১৫:১৩ | আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৯:১১

ঢাকা: করোনাভাইসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। তার ওপর আজ (শনিবার) ছুটির দিন হলেও রাজধানীতে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। মোড়ে মোড়ে কমবেশি গাড়ির জটলাও দেখা গেছে। সিএনজি ও ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে রাস্তায়। একইসঙ্গে রিকশা ও মোটরসাইকেলের চাপও রয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, সাতরাস্তা, মহাখালী, মগবাজার, কাকরাইল ও সেগুনবাগিচা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজয় সরণিতে গাড়ির তেমন চাপ না থাকলেও সিগন্যালে থেমে থেমে জট তৈরি হচ্ছে। ট্রাফিক পুলিশকেও সিগন্যাল দিতে হচ্ছে। সাতরাস্তায় দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। তবে গেল কয়েক দিনের চেয়ে গাড়ি অনেক বেড়েছে বলে জানালেন স্থানীয়রা। মগবাজার ও কাকরাইলেও গাড়ির চাপ খুব একটা নেই।

পথচারী ফাহিম বলেন, আজ শনিবার, ছুটির দিন। তারপরও রাস্তায় গাড়ি আছে। বিধিনিষেধ চলছে বলে মনে হয় না।

কবির আহমেদ নামের মহাখালীর এক বাসিন্দা সারাবাংলাকে বলেন, গেল কয়েক দিনের চেয়ে রাস্তায় গাড়ি বেড়েছে। মানুষ বের হচ্ছে। রাস্তায় গাড়ি একেবারেই কম, সেটা বলা যাবে না।

প্রসঙ্গত, ঈদের আগে শিথিল থাকলেও গত ২৩ জুলাই থেকে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এমনকি গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানাও বন্ধ। যা শেষ হবে আগামী ৫ আগস্ট। তবে এর মধ্যে শুধু ১ আগস্ট থেকে গার্মেন্টস খোলার অনুমতি দিয়েছে সরকার, গতকাল শুক্রবার (৩০ জুলাই) সরকারের পক্ষ থেকে এ তথ্য জানান হয়। ফলে সারাদেশ থেকে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

সারাবাংলা/ইএইচটি/এনএস

কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস গাড়ির চাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর