Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করায় সিঙ্গাপুরের জাহাজ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২১ ১৩:১২ | আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৪:৪৪

সিঙ্গাপুরের মালিকানাধীন একটি তেল ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করার জন্য ওই ট্যাংকার জব্দ করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আলজাজিরা।

নিউইয়র্কের একটি আদালত মার্কিন প্রশাসনকে এম/টি কারেইজাস নামক ট্যাংকারটি জব্দ করার নির্দেশনা দিয়ে রায় দেন। ট্যাংকারটি বর্তমানে কম্বোডিয়ায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, দুই হাজার ৭৩৪ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকারটি সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোয়েক কি সেং ক্রয় করেছিল। যার বড় অংশ তাদের নিয়ন্ত্রণে।

ওই বিবৃতিতে বলা হয়, জাহাজটি উত্তর কোরিয়ার জাহাজে তেল স্থানান্তরের কাজে ব্যবহৃত হত এবং দেশটির বন্দরনগরী নাম্পো থেকে সরাসরি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হত।

আরও বলা হয়, উত্তর কোরিয়ার ওপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটিতে গোপনে পণ্য সরবরাহ করার জন্য ফৌজদারি অপধার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ট্যাংকার জাহাজটির মালিক কোয়েক কি সেং’র বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তারা এ কাজে উত্তর কোরিয়ার সাংবিধানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ‘ডিপিআরকে’ ব্যবহার করে।

তবে জাহাজটি জব্দ করার এক বছর অতিবাহিত হলেও কেন এখন পর্যন্ত কোয়েক’র বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হয়নি, সে বিষয়ে ওই বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে শুক্রবারের ওই রায়ে জাহাজটিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দেশটিকে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হতে হয়। এই নিষেধাজ্ঞার আওতায় জ্বালানি তেল ও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

সারাবাংলা/এনএস

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের ট্যাংকার জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর