Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলের ট্যাংকারে হামলায় নিহত ২, ইরানকে দায়ী করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২১ ১১:৩০ | আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৫:১৮

ইসরাইলের তেলের ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে দেশটি। এ ঘটনায় ওই ট্যাংকারের দুইজন ক্রু নিতহ হয়েছেন। তাদের মধ্যে একজন বৃটিশ ও অপরজন রোমানিয়ান নাগরিক। খবর বিবিসি।

লন্ডনভিত্তিক কোম্পানি জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত ওই তেল ট্যাংকারের নাম দ্য এমভি মার্সার স্ট্রিট। যা গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ওমানের উপকূলে আরব সাগরে হামলার শিকার হয়। জোডিয়াক মেরিটাইম ইসরাইলের বৃহৎ জাহাজ কোম্পানি আইল ওফের’র মালিকানাধীন প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

তবে গতকাল শুক্রবার (৩০ জুলাই) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরান শুধু ইসরাইলের একার সমস্যা না। বিশ্ব এখানে চুপ থাকতে পারে না।’

যদিও কিভাবে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

এ ঘটনার পর অঞ্চলটিকে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও একাধিক প্রতিবেদনে বলা হয়, এই হামলায় একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

সারাবাংলা/এনএস

আরব সাগর ইরানকে দায়ী করল ইসরাইল ওমান তেলের ট্যাংকার হামলা নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর