সংক্রমণ ঠেকাতে গ্রেফতার ৩৮১ জন, জরিমানা ৯ লাখ টাকা
৩০ জুলাই ২০২১ ১৯:৫১ | আপডেট: ৩১ জুলাই ২০২১ ০০:১৫
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে ৩৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ১০৮ জনের ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে। আর ডিএমপির ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়ির বিপরীতে ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ২০৬ জনের তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির বিপরীতে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ডিএমপি জানিয়েছে, এত এত গ্রেফতার আর জরিমানাতেও অকারণে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কমছে না বরং প্রতিদিন বাড়ছে এই সংখ্যা। মানুষ নিজের জায়গায় সচেতন না হলে ক্ষতিটা নিজের থেকে পরিবারের ওপর গিয়ে পড়বে। সচেতন না হওয়ার জন্যই দিন দিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
সারাবাংলা/ইউজে/এমও