চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
৩০ জুলাই ২০২১ ১৯:২৫ | আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৯:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে খালের পানিতে ভাসতে থাকা অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকটির কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে নগরীর আকবর শাহ থানার লতিফপুর টোলরোডে কালিরছড়া স্লুইচ গেইট খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক বয়স ২৪ বছর। তবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। যুবকের পরনে প্রিন্টের হাফ শার্ট ও জিন্স প্যান্ট ছিল। লাশ দেখে মনে হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মুখে ও শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদনে ক্লিয়ার হবে।’
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি জহির জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনএস