Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারি বর্ষণে চবি কাটা পাহাড় সড়কে ধস

চবি করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৯:১৬

চট্টগ্রাম ব্যুরো: ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড় সড়কে পাহাড় ধসে পড়েছে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া পাহাড় ধসের ঘটনা জানিয়েছেন।

প্রক্টর রবিউল বলেন, ‘ভারি বর্ষণের ফলে মাটি নরম হয়ে কাটা পাহাড় সড়কে পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে গেছে ও দুটি খুঁটি উপড়ে পড়েছে।’

রাস্তা পরিস্কারের কাজ করা হয়েছে, পাহাড়টির সুরক্ষা নিশ্চিতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান চবি প্রক্টর।

সারাবাংলা/সিসি/এমও

কাটা পাহাড় চবি পাহাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর