Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে যাত্রীর ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৮:১২ | আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৮:১৪

পটুয়াখালী: জেলায় যাত্রীর ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত দেড়টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। এ ঘটনায় রাতেই মোটরসাইকেলে থাকা সুজন (২২) নামের এক যাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গতকাল বিকালে ফয়সাল মহিপুর থেকে যাত্রী নিয়ে বরিশাল যায়। রাতে বরিশাল থেকে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই যাত্রীর মধ্যে একজন পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। এতে ফয়সাল রাস্তার পাশে পরে যায়।

পরে এক অ্যাম্বুলেন্স চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আটক ব্যক্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান, নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়ে জেল খেটেছিলেন। ধারণা করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

সারাবাংলা/এমও

অ্যাম্বুলেন্স চালক ছুরিকাঘাত মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর