Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টিতে বরিশালে বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৭:১৭

বরিশাল: সাগ‌রে মৌসুমি লঘুচা‌পের কার‌ণে ব‌রিশালসহ পু‌রো দ‌ক্ষিণাঞ্চ‌লে কয়েকদিন ধরে টানা বৃ‌ষ্টি হ‌চ্ছে। দমকা হাওয়ার সঙ্গে টানা বৃ‌ষ্টিপা‌তে জনজীবন বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে।

বৃষ্টির কারণে বাসা থেকে বের হওয়া মানুষের মাথায় ছাতা যেমন উঠেছে তেমনি কেউ বৃষ্টি থেকে বাঁচার জন্য রেইনকোটও পড়েছেন।

টানা বৃ‌ষ্টিপা‌তের ফ‌লে ব‌রিশা‌লের বি‌ভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ক্ষ‌তি হয়ে‌ছে ফস‌লের মাঠ ও মা‌ছের ঘে‌রের। অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হননি, প্রতিটি সড়ক ফাঁকা দেখা গেছে।

শুক্রবার (৩০ জুলাই) ব‌রিশাল আবহাওয়া অফিসের সি‌নিয়র অবজারভার আনিসুর রহমান ব‌লেন, ‘সাগ‌রে মৌসুমি লঘুচা‌পের কার‌ণে দমকা হাওয়ার পাশাপা‌শি টানা বৃ‌ষ্টিপাতও হচ্ছে, যা আরও কিছু‌দিন থাক‌বে।’

সারাবাংলা/এমও

টানা বৃষ্টি বরিশাল বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর