Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিটিয়ে বন্যপ্রাণী হত্যায় অভিযুক্তকে আটক করলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৬:২৫

ঢাকা: ‘মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হত্যা করে আসছে। এ বিষয়ে এলাকার মানুষজন তাকে বিভিন্ন সময় নিষেধও করেছে। কিন্তু, তিনি কারও কথাই শোনেন না। সর্বশেষ গত ২৬ জুলাই একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।’

একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বিষয়টি জানানোর পর অভিযুক্ত মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত মো. সাইফুল সাতক্ষীরার কালিগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, বার্তা পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। কয়েকদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করে সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এমও

পুলিশ বন্যপ্রাণী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর