করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিতকে সিএমএইচে ভর্তি
২৯ জুলাই ২০২১ ২২:৩৭ | আপডেট: ৩০ জুলাই ২০২১ ০১:৩৯
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল তিনটার দিকে আবুল মাল আবদুল মুহিতকে সিএমএইচে ভর্তি করা হয় বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি।
তিনি জানান, উনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে খাওয়া-দাওয়ার রুচি একটু কম রয়েছে। উনার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার কারণেই আজ সিএমএইচে ভর্তি করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রীর ছেলে শাহেদ মুহিতও করোনা পজেটিভ। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত ২৫ জুলাই করোনার নমুনা পরীক্ষা করান। এতে ফলাফল পজিটিভ আসে। তেমন কোনো জটিলতা না থাকায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
সারাবাংলা/এসবি/পিটিএম
আবুল মাল অব্দুল মুহিত করোনা টপ নিউজ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত