Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ২১:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ২৩:৩১

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‌্যাবের অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে তার বাসায় এ অভিযান শুরু হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘গুলশানের হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর রোডের ৫ নম্বর হাউজে এ অভিযান পরিচালনা করছে র‌্যাব সদর দফতরের কয়েকটি দল।’

কী অভিযোগে অভিযান চালানো হচ্ছে?- জানতে চাইলে লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

তিনি জানান, রাত ৮টার দিকে অভিযান শুরু করে র‌্যাব সদর দফতরের কয়েকটি দল। তার আগে সন্ধ্যার দিকে বাসাটিকে ঘিরে রাখা হয়।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারীবিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। ‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

এদিকে জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

অভিযান হেলেনা জাহাঙ্গীর

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর