Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১/১১ ষড়যন্ত্রকারীরাই বলছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৮:১৩ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৮:৩১

ঢাকা: ওয়ান-ইলেভেনের সময় যারা ষড়যন্ত্র করেছেন, রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন বলে তারাই এখন অপপ্রচার করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

তিনি বলেন, যারা অপপ্রচার করছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন, তারা এক-এগারোর কুশীলব, ষড়যন্ত্রকারী। তারাই আজ বলছেন, রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন। তাদের মুখে আবারও এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দলের ত্রাণ উপকমিটির পক্ষ থেকে প্রতিনিধিদের মাধ্যমে ২৯টি মেডিকেল কলেজ হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কলসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার ও সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এ সময় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করে এস এম কামাল বলেন, কেউ কেউ অপপ্রচার করেছিল, বাংলাদেশে ২০ লাখ মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। করোনায় বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে যেভাবে মানুষ মারা গেছে, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার কম। আমরা খুশি আরও হতাম  করোনায় যদি আমাদের একটি মানুষও মারা না যেত।

বিজ্ঞাপন

এস এম কামাল বলেন, বাংলাদেশে যেদিন থেকে করোনা রোগী শনাক্ত হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগ মাঠে আছে। সরকার সরকারের মতো করে দিচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে ত্রাণ কমিটিসহ দলের সব পর্যায়ের নেতারা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, এত কিছুর পরও আজ একটি মহল অপপ্রচার করছে যে রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন। আজ যারা এই অপপ্রচার করছেন, আমরা মনে করি তাদের মুখে এক-এগারোর গন্ধ পাওয়া যাচ্ছে। এক-এগারোর কুশীলব, ষড়যন্ত্রকারীরাই আজ আবারও বলছেন রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছেন।

আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক সম্পাদক বলেন, কেবল বাংলাদেশ না, বিশ্ব নেতৃত্ব করোনা মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করছেন। বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা হচ্ছে। শেখ হাসিনাই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে করোনা মোকাবিলা করেছেন। তাই আমাদের দায়িত্ব হবে মানুষের পাশে দাঁড়ানো এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

সারাবাংলা/এনআর/টিআর

এস এম কামাল হোসেন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর