Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলীতে পোশাককর্মীকে গণধর্ষণ, ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৮:৩০

ঢাকা: রাজধানীর কদমতলী মুরাদপুরে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগের মামলায় গ্রেফতার দুই আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মেহেদী ও সোহাগ হোসেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক সজীব আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

জানা যায়, ১৯ বছরের ওই গার্মেন্টস কর্মীকে গত ২৭ তারিখ সন্ধ্যায় তার পূর্ব-পরিচিত আকাশ (২০) নামের এক যুবক মোবাইলে ফোন দিয়ে ডেকে নেয়। এরপরে মুরাদপুরের বাসার ছাদের ওপর তাকে গণধর্ষণ করা হয়। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/এআই/একে

আদালত কদমতলী পোশাককর্মীকে গণধর্ষণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর