Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল চাপা দিয়ে নিহত চালককে ৫ কিমি টেনে নিল বেপরোয়া ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৭:৩৭ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৯:১৬

চাঁদপুর: কঠোর বিধিনিষেধের কারণে ফাঁকা সড়ক পেয়ে বেপরোয়া হয়ে উঠলেন ট্রাকচালক। পথে সেই ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর মোটরসাইকেলসহ চালক ট্রাকের নিচে আটকা পড়লে সে অবস্থাতেও চলতে থাকে ট্রাকটি। এক পর্যায়ে মোটরসাইকেল ট্রাকের নিচ থেকে বেরিয়ে গেলেও নিহত চালকের মরদেহটি আটকে ছিল ট্রাকে। তাকে প্রায় পাঁচ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় সেই বেপরোয়া ট্রাক।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ট্রাকের চালককে। তবে ট্রাকের হেলপার পালিয়ে গেছেন। নিহত মোটরসাইকেলচালকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার এলাকায়  চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলচালক নাসির উদ্দিন মিজি (৫০) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজলোর ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের বাসিন্দা। দুই ছেলে-মেয়ের জনক নাসির কুমিল্লার শাসনগাছা এলাকায় থাকতেন। পেশায় ছিলেন ঠিকাদার।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, যশোর থেকে গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের পথে রওনা হয়েছিল। পথে চাঁদখার বাজার এলাকায় ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নাসির। ট্রাকে চাপা পড়ার পর মোটরসাইকেলসহ নাসির এর নিচে আটকা পড়েন। ট্রাকটি না থেমে চলতে থাকে।

কিছু দূর যাওয়ার পর মোটরসাইকেলটি ট্রাকের নিচ থেকে বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো একটি স্থানে আটকে যান নিহত চালক নাসির উদ্দিন। সে অবস্থাতেও ট্রাকটি নাসির উদ্দিনের মরদেহ টেনে নিয়ে যেতে থাকে। পরে ঘোষের হাট এলাকার কয়েকজন সিএনজি অটোরিকশাচালক ট্রাক আটকে নিচ থেকে নাসিরের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, চালকের সহযোগী পালিয়ে গেলেওে চালক গোলাম মোস্তফাকে সিএনজি অটোরিকশার চালকেরা আটক করে রাখেন।

এসআই বলেন, গোলাম মোস্তফার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আমরা ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক ও তাকে আটক করে থানায় নিয়ে আসি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার। তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ট্রাকচাপা মোটরসাইকেলচালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর