Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪.৮০%

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৬:৫৪ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৭:৪৪

ঢাকা: আগের ধারাবাহিকতা বজায় রেখে চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে এবারও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকট মাথায় রেখে নতুন অর্থবছরের জন্য (২০২১-২২) এবার মুদ্রনীতি করা হয়েছে সম্প্রসারণমুখী।

কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত নতুন মুদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৭৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ জোগান রাখা হয়েছে। মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রসারণ ও সংকুলানমুখী নতুন মুদ্রানীতিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ওপর।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলা করে অর্থনীতিকে গতিশীল রাখাই এই মুদ্রানীতির মূল লক্ষ্য। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের চাহিদা বাড়ানোর মাধ্যমে এই মুদ্রানীতিতে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া সরকার ঘোষিত বিভিন্ন ধরনের প্রণোদনা যেন সঠিকভাবে বিতরণ করা হয়, সেটি নিশ্চিত করা হবে। একইসঙ্গে অনুৎপাদনশীল খাতে যেন বাড়তি অর্থ খরচ না হয়, সেটিও পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে, গত অর্থবছরেও মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। তবে এ বছরের মে পর্যন্ত অর্থবছরের ১১ মাসে সেই লক্ষ্যমাত্রা মাত্র ৭ দশমিক ৫৫ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। করোনাভাইরাস সংকটের মধ্যেও চলতি অর্থবছরে বেসরকারি খাতে একই পরিমাণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

নতুন মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর