Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৫:৪৩

মুন্সীগঞ্জ: বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে সকাল থেকে সাতটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছিল।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, প্রবল বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে বড় বড় ঢেউ আঁছড়ে পড়ছে। একইসঙ্গে স্রোতের তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় ঢেউ ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় সার্ভিস সাময়িক বন্ধ রাখা হয়। এদিকে ঢেউয়ের তোরে ২ নম্বর পল্টুন সরে যায়। পল্টুনটি মেরামতের কাজ চলছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় ঘাটের উভয়প্রান্তে কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে বলে ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এএম

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর