৪১তম বিসিএস’র ফল দুয়েকদিনের মধ্যেই
২৯ জুলাই ২০২১ ১৫:৩৬ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৭:০১
ঢাকা: করোনা মহামারির কারণে ঝুলে থাকা ৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার ফল দুয়েকদিনের মধ্যে প্রকাশ হতে পারে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন।
পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘আমরা বিশেষ অনুমতিতে আজ কমিশনে অফিস করছি। ৪১তম বিসিএসসহ আরও বেশ কয়েকটি কাজ এই সপ্তাহে সম্পাদন হবে। আমরা যত দ্রুত সম্ভব ফল প্রকাশের চেষ্টা করছি। আজ, কাল অথবা পরশুর মধ্যেই ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে।’
এদিকে পিএসসির একটি অসমর্থিত সূত্র বলছে, ‘আজ (বৃহস্পতিবার) ৪১তম বিসিএসর ফল প্রকাশের চেষ্টা করছি। এই পরীক্ষার ফল তৈরি করতে পাঁচ মাস সময় লেগে গেছে।’
তবে সোহরাব হোসেন বলছেন, ‘আগামী সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। ৪১তম বিসিএসের ফলাফল তৈরির কাজ প্রায় চূড়ান্ত।’
তিনি বলেন, ‘ফল প্রকাশের জন্যই কিন্তু আমরা আজ অফিসে এসেছি। এক্সামিনারদের সঙ্গে কথা বলছি। আগামী সপ্তাহের যেকোনো দিন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। সেভাবেই চেষ্টা করা হচ্ছে।’
প্রসঙ্গত, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬টি শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরীক্ষা হয় এ বছরের ১৯ মার্চ। যাতে অংশ নেয় ৪ লাখ ৭৫ হাজার জন চাকরীপ্রার্থী।
সারাবাংলা/টিএস/পিটিএম