Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বাড়ল এলপিজি-অটোগ্যাসের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৫:০৫

ঢাকা: আবারও এলপিজি এবং অটোগ্যাসের দাম বাড়িয়েছে সরকার। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ৭৭ টাকা ৪৪ পয়সা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ রেগুলেটরি কমিশন- বিইআরসি।

ঘোষণা অনুযায়ী বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজি ৭৭ টাকা ৪০ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম হয় ৯৯৩ টাকা। যা আগে ছিল ৮৯১ টাকা এবং জুন মাসে ছিলো ৮৪২ টাকা। ১ আগস্ট থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

এছাড়া ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ এবং ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসির আদেশে নির্ধারণ করা হয়েছে।

এদিকে আবাসিক শিল্পে কেন্দ্রীয়ভাবে এলপিজির ব্যবহার শুরু হয়েছে। নতুন পদ্ধতিতে একসঙ্গে বাসা বা কারখানার নিচে বা পাথরের বড় সিলিন্ডার থেকে এলপিজি ব্যবহার করা হচ্ছে। এই সিলিন্ডার থেকে পাইপ লাইনের মাধ্যমে বাসায় বা কারখানায় সরবরাহ করা হচ্ছে গ্যাস। এটির দামওপুনরনিরধারন করা হয়েছে।

তবে সৌদি সিপির সঙ্গে সম্পর্ক না থাকায় সরকারি পর্যায়ে সাড়ে বারো কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা রয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল সংবাদ সম্মেলনে বলেন, বিইআরসি আইনের অনুচ্ছেদ ক অনুযায়ী জুলাই মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিকটন ৬২০ ডলার এবং ৬২০ ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রন অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গত সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২০ ডলার বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ এপ্রিল প্রথমবারের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি।

সারাবাংলা/জেআর/এসএসএ

অটোগ্যাস এলপিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর