২৯ দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২১ ১২:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৭:০১
২৯ জুলাই ২০২১ ১২:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৭:০১
ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার নভেল করোনাভাইরাসের ল্যাম্বডা ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে। দক্ষিণ আমেরিকায় পাওয়া এই নতুন ভ্যারিয়েন্ট উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দাবি করেছে, এখনো পর্যন্ত ২৯ দেশে এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। খবর ডয়চে ভেলে।
এর আগে, ২০২০ সালে পেরুতে প্রথম ল্যাম্বডা ভ্যারিয়েন্ট পাওয়া যায়। তবে তখনো বিশেষজ্ঞরা এই নতুন সংস্করণটিকে ততটা গুরুত্ব দেননি। গত কয়েকমাসে ল্যাম্বডা ছড়াতে শুরু করেছে।
দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকায় ল্যাম্বডা তৃতীয় ঢেউ নিয়ে আসবে বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন।আমেরিকায় নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে।
ডব্লিউএইচও জানিয়েছে, পৃথিবীতে ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত করোনার আতঙ্ক কাটবে না। একের পর এক ঢেউ আসতেই থাকবে।
সারাবাংলা/একেএম