Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১২:২৩

বরিশাল: বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে বরিশাল জেলায় ২ জন, পটুয়াখালী জেলায় ২ জন, ভোলা জেলায় ১ জন, পিরোজপুর জেলায় ১ জন, বরগুনা জেলায় ২ জন এবং ঝালকাঠি জেলায় ৩ জনসহ ১১ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময় নতুন করে ৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৪ জন।দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ৩২ হাজার ৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৩৮ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৬৫ জন নিয়ে মোট ১৩ হাজার ৫৩০ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৭৮ জন নিয়ে মোট ৪ হাজার ১২৯ জন, ভোলা জেলায় নতুন ১১৩ জন নিয়ে মোট ৩ হাজার ৫১৫ জন, পিরোজপুর জেলায় নতুন ২৪ জন নিয়ে মোট ৪ হাজার ২৩৪ জন, বরগুনা জেলায় নতুন ২৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৭৭৪ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৯০২ জনে।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ২৭ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০১ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬৭ জন করোনা ওয়ার্ডে এবং ১৩৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

করোনাভাইরাস টপ নিউজ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর