Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরের পানিতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ২০:০৯

নেত্রকোনা: হাওর উপজেলা খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে তোয়াজ্জল মিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত তোয়াজ্জল বল্লভপুর গ্রামের আক্তার মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে হাওরের পানিতে তোয়াজ্জলসহ ৪-৫ জন শিশু গোসল করতে নামে। এসময় হঠাৎ শিশু তোয়াজ্জল পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে তোয়াজ্জলের আপন ছোট ভাই উজ্জল মিয়ার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন পানিতে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে।

অচেতন অবস্থায় স্থানীয়রা অসুস্থ তোয়াজ্জলকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রিয়াজ আহমদ শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. আক্তার মিয়া বলেন, আমার ছেলে সাঁতার জানত না। বাড়ির সামনে হাওরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে মারা গেছে।

সারাবাংলা/এসএসএ

শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর