Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ২০:০২

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গার হরিণচড়ায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে কার্ভাড ভ্যানচাপায় আব্দুর জাওয়াদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কার্ভাডভ্যান চালককে আটক করা হয়েছে।

নিহত জাওয়াদ রংপুরের কাওনিয়া থানার নিগদারপা গ্রামের মৃত্যু ইব্রাহিম শেখের ছেলে। তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরাইল বাজারে ব্র্যাক ব্যাংকের সিও-প্রগতি হিসেবে কর্মরত ছিলেন।

আটক কাভার্ড ভ্যান চালক হাসান আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দক্তদরতা দিনামোল্লার চর গ্রামের বহুত খার ছেলে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বুধবার বেলা ১১টার দিকে মহাসড়কে দিয়ে একটি কাভার্ড ভ্যান রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় হরিনচড়া বাজারের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে জাওয়াত গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আবু জাওয়াদ মারা যান। এ ঘটনায় চালক ও ঘাতক কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

কার্ভাড ভ্যান সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর