Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭ কোটি টাকা মুনাফায় প্রবৃদ্ধি ধরে রাখল রবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৯:১৬

ঢাকা: ৪৭ কোটি টাকা কর পরবর্তী মুনাফা (পিএটি) নিয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। স্থিতিশীল ঊর্ধ্বগামী রাজস্ব এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে বছরের প্রথমার্ধে অপারেটরটির পিএটি পৌঁছেছে ৮১ কোটি টাকায়।

বুধবার (২৮ জুলাই) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ বছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ঘোষণার সময় এসব তথ্য জানিয়েছে অপারেটরটি।

রবি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় রবির ফোরজি গ্রাহক সংখ্যা দ্বিতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। তবে ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় রবির ফোরজি গ্রাহক সংখ্যা ৬৫ শতাংশ বেড়েছে। মোট ৫ কোটি ১৮ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ২ কোটি গ্রাহক ফোরজি সেবার আওতায় এসেছে। এছাড়া অপারেটরটির ৭২ দশমিক ৪ শতাংশ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, যা এ খাতে সর্বোচ্চ। প্রতি মাসে গ্রাহকের ডাটা ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। বর্তমানে গ্রাহকপ্রতি মাসিক ডাটা ব্যবহারের পরিমাণ ৩ দশমিক ৯ জিবিতে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রবি’র গ্রাহক সংখ্যা ৮ দশমিক ১ শতাংশ বাড়লেও চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে এ সংখ্যা দশমিক ২ শতাংশ কমেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে রবি’র মোট গ্রাহক দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, আমাদের ডিজিটাল লক্ষ্যমাত্রা ইতোমধ্যে আর্থিক অগ্রগতিতে অবদান রাখতে শুরু করেছে। আমরা দক্ষতার সঙ্গে ব্যয় পরিচালনা করার পাশাপাশি কোম্পানির উজ্জ্বল ভবিষ্যত গড়তে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির পরীক্ষা চালিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কর্তৃক এসএমপি নিয়ন্ত্রণে ফলপ্রসূ বাস্তবায়ন হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘সামগ্রিক প্রতিযোগিতামূলক ত্রুটিগুলো বাজারকে ব্যর্থতার দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। প্রতিযোগিতার এমন ভঙ্গুর পরিস্থিতিতে অপেক্ষাকৃত ছোট অপারেটরদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন করা কঠিন হয়ে পড়েছে।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর