Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১৬:৩৩

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম শাহেরা বেগম (৬৫)। বুধবার (২৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহেরা বেগম ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। নিহতের ভাই শামসুল আলমের বরাত দিয়ে মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে সেরাত আলী জানান, বৃদ্ধা শাহেরার বাড়ির গোয়াল ঘরের টিন বিদ্যুতায়িত ছিল। বিষয়টি টের পান বৃদ্ধা। এ অবস্থায় বুধবার দুপুরের দিকে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান তিনি। এ সময় পরিবারের লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহেরা বেগমের কোন সন্তান-সন্ততি নেই। তার একমাত্র পালিত পুত্রও বাকপ্রতিবন্ধী বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ থানায় অবগত করেনি।

সারাবাংলা/এনএস

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর