এখন ফেসবুকে জানা যাবে বাংলাদেশে কোথায় ভ্যাকসিন কেন্দ্র
২৮ জুলাই ২০২১ ১৪:২৮ | আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৫:২৩
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। নতুন এই টুলটির মাধ্যমে বাংলাদেশিরা জানতে পারবেন কারা ভ্যাকসিন নিতে পারবেন। একইসঙ্গে টুলটি তাদের নিকটস্থ ভ্যাকসিনদান কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করবে।
বুধবার (২৮ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে কোভিড-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে ভ্যাকসিনদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য ফেসবুকের সামগ্রিক প্রকল্পের একটি অংশ এই ভ্যাকসিন ফাইন্ডার টুল। ফেসবুক নিউজ ফিডে এই টুলটি প্রয়োজনীয় তথ্যের সঙ্গে মানুষকে যুক্ত করে। কারা ভ্যাকসিন নিতে পারবে, কোথায় ভ্যাকসিন দেওয়া যাবে এবং ভ্যাকসিনের জন্য নিবন্ধন প্রক্রিয়া কী – এই সকল তথ্য টুলে দেওয়া আছে। ফেসবুকের কোভিড-১৯ তথ্যকেন্দ্রে ইংরেজির পাশাপাশি বাংলাতেও ভ্যাকসিন ফাইন্ডার টুলটি পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পৃথিবীজুড়ে টিকাদান কার্যক্রমে সহায়তা এবং নিরাপদ স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা বৃদ্ধির জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম নানান পদক্ষেপ গ্রহণ করেছে। কোভিড-১৯ তথ্যকেন্দ্রের মাধ্যমে ফেসবুক বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া তথ্যের সাথে যুক্ত করেছে। পাশাপাশি কোভিড-১৯ ও অনুমোদিত ভ্যাকসিন সম্পর্কিত ১ কোটি ৮০ লক্ষেরও বেশি ভুল তথ্য সরিয়ে নিয়েছে।
সারাবাংলা/এএম