Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ১২:৩৪

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২৮ জুলাই) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

তিনি জানান, প্রায় ৯ হাজার পিস ইয়াবা সৌদি আরবে পাচারকালে সাদ্দাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিল। কিন্তু স্ক্যানিংয়ের আগেই সেগুলো ধরা পড়ে।

জিয়াউল হক আরও জানান, ল্যাগেজের ভেতরে বিশেষ কৌশল লুকানো ছিল ইয়াবা। প্রথমে অস্বীকার করলেও তল্লাশিতে ধরা পড়ে। প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামি জানিয়েছে, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করেন তিনি। দাম্মামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও আসামি সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সারাবাংলা/এসজে/এএম

টপ নিউজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর