নেত্রকোনায় প্যারাসিটামল গ্রুপের ওষুধ সংকট
২৮ জুলাই ২০২১ ১০:০২
নেত্রকোনা: জেলা শহরসহ বিভিন্ন উপজেলার ফার্মেসিগুলোতে প্যারাসিটামল গ্রুপের ওষুধ পাওয়া যাচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ পাওয়া গেছে। দুয়েক জায়গায় পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে কয়েকগুণ।
এ বিষয়ে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, করোনাভাইরাসের প্রকোপ ও সেই সঙ্গে জ্বর, সর্দি, কাশি বৃদ্ধি পাওয়ায় প্যারাসিটামলের চাহিদা বাড়ছে। অতিরিক্ত দামে ওষুধ বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, একদিকে যেমন বাড়ছে করোনা মহামারির ঝুঁকি অন্যদিকে বাড়ছে সাধারণ জ্বর সর্দি কাশির প্রকোপ। স্বাভাবিকভাবেই প্যারাসিটামল গ্রুপের ওষুধের চাহিদা বাড়ছে। গত দুই সপ্তাহে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এসব রোগ বেড়ে গেছে হাওর অঞ্চল মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায়।
ওষুধ ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে করোনার পাশাপাশি সাধারণ জ্বর, সর্দি ও কাশি বেড়ে যাওয়ায় অতিরিক্ত ওষুধের চাহিদা পূরণ করতে পারছে না কোম্পানিগুলো। ফলে এলাকার রোগীরা বিপাকে পড়ছেন।
অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ, বাজারে ওষুধের সংকট থাকায় অতিরিক্ত দাম আদায় করছে একটি চক্র।
সারাবাংলা/এএম