Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরানো হলো বিমান বাহিনী প্রধানকে

সারাবাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২১ ১৬:১৮ | আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৮:০৩

চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে এই র‌্যাংক ব্যাজ পরানো হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব ন্যাভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ এয়ার চিফকে এই এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বিজ্ঞাপন

ইমরুল কায়েস বলেন, অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর প্রধানকে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। এসময় বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।

প্রধানমন্ত্রীর অফিস সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী এ সময় অন্যান্যের মাঝে উপস্থিতি ছিলেন।

এর আগে, গত ১২ জুন বিকেলে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাসস।

সারাবাংলা/টিআর

এয়ার চিফ মার্শাল বিমান বাহিনী প্রধান র‌্যাংক ব্যাজ