Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানপাট বন্ধ থাকলেও বরিশালের রাস্তায় বেড়েছে মানুষ ও যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৭:১২

বরিশাল: কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন মঙ্গলবার (২৭ জুলাই) বরিশালের রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল আরও বেড়েছে। তবে নগরীর বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নগরীতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও চেকপোস্টে যানবাহন নিয়ন্ত্রণ করাসহ টহল অব্যাহত রেখেছে।

সরেজমিনে দেখা যায়, প্রয়োজনে-অপ্রয়োজনে নানা অজুহাতে রাস্তায় বের হয়েছে মানুষ। সকালের দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামসহ সবগুলো বাজারে ছিল প্রচুর ভিড়। বাজারে কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ মানুষের মাস্ক ছিলো থুতনির নিচে। আবার মাস্ক ছাড়াও বাজারে অনেক ক্রেতা-বিক্রেতাকে দেখা গেছে।

বিজ্ঞাপন

সকালের দিকে নগরীর প্রধান প্রধান রাস্তাঘাট ছিল রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানের দখলে। অন্যান্য গণপরিবহন বন্ধের সুযোগে রিকশাভাড়া বেড়েছে কয়েক গুণ।

নগরীর প্রধান প্রধান বাণিজ্যিক কেন্দ্র সদর রোড, চকবাজার, বাজার রোডসহ অন্যান্য এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে খাদ্য এবং ওষুধ সামগ্রীর দোকান। তবে পাড়া-মহল্লায় সব কিছু চলছে স্বাভাবিকভাবে।

এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সকালে নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস দাস জানান, জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএসএ

বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর