Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন দেওয়া শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৬:৩৯ | আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৯:০৭

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র গঠন করা হচ্ছে। আগামী ৭ আগস্ট থেকে সেখানে কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়েই ভ্যাকসিন নিতে পারবেন সবাই।

মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্টমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন কার্যক্রমকে জোরদার করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে সংক্রমিত বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন দেওয়ার কারণে সেসব দেশে সংক্রমণ কমেছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের সংক্রমণও ভ্যাকসিন দেওয়ার কারণে কমেছে।’

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দেশের সকলকে ভ্যাকসিনের আওতায় আনার। সে লক্ষ্যে আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম শুরু করা হবে। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদকে টিকা কেন্দ্র করা হবে। সেখানে ৫০ বছর বা তার বেশি অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘১৮ বছরের বেশি সকল নাগরিক ভ্যাকসিন নিতে পারবেন। কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে।’ তবে বয়স হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড নেই তাদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে যে পরিমাণ ভ্যাকসিনের ডোজ রয়েছে তা দিয়েই শুরু করা হচ্ছে। তারপর আরও আসতে থাকবে এবং কার্যক্রম চালবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমন যেভাবে ছড়িয়েছে তাতে লকডাউনে (বিধিনিষেধ) সংক্রমণ কমবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।’

বৈঠকের সভাপতি স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ কার্যক্রমে দেশের সব পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধর্মীয় নেতা, রাজনৈতিক জনপ্রতিনিধি, ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ইউনিয়ন ভ্যাকসিন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর