Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গোপন বৈঠক’ থেকে চট্টগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ০১:০৯ | আপডেট: ২৭ জুলাই ২০২১ ০১:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ওই বাসায় ‘গোপন বৈঠকে’ মিলিত হয়েছিলেন।

সোমবার (২৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার আদুরপাড়ায় একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, আটক ১৯ জনের মধ্যে জামায়াত ইসলামীর চান্দগাঁও (উত্তর) ইউনিটের আমির হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক এস্কান্দারসহ কয়েকজন দায়িত্বশীল আছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী সারাবাংলাকে বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে আমরা তথ্য পাই। এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ঘটনাস্থলে ১৯ জনকে পাওয়া গেছে। এদের কয়েকজন পদধারী নেতা আছেন।’

যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবু বক্কর।

সারাবাংলা/আরডি/টিআর

জামায়াত চট্টগ্রাম জামায়াতে ইসলামী টপ নিউজ নেতাকর্মী আটক