Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন রক্ষার জন্যই কঠোর বিধিনিষেধ: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ২৩:২০

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন (বিধিনিষেধ) দেওয়া হয়েছে। এ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপি নেতাদের কাছে পরিকল্পিত লকডাউনটা কি? ২০১৩-১৪ কিংবা ১৫ সালে ১৫৮ দিন মানুষকে বন্দি করে রাখার মতো বিষয়?

সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল সাহেবকে তথ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘লকডাউন নিয়ে বিএনপি’র পক্ষ থেকে একেক সময় একেক ধরণের কথা বলা হচ্ছে। লকডাউন দেওেয়ার আগে তারা বলেছিল, দেশে কঠোর লকডাউন দেওয়া দরকার। আবার লকডাউন ( বিধিনিষেধ) দেওয়ার পর বলছে, এই লকডাউন অপরিকল্পিত। তাহলে তাদের পরিকল্পিতটা কী? সেটার প্রেসক্রিপশনটা তারা দিক।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আজ মানুষের জীবন রক্ষার জন্য লকডাউন দিতে হচ্ছে। এবং এই লকডাউন শুধু বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী ভারত ও ইউরোপের বিভিন্ন দেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রায় দেড় বছর করোনা। কিন্তু খেটে খাওয়া মানুষের দেশে একজন মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। সরকার ও আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। সাময়িক অসুবিধা যে হচ্ছে না, তা নয়। অবশ্যই অনেকের সাময়িক অসুবিধা হচ্ছে। তবে এ অসুবিধা সাময়িক। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বিলম্বিত করতে হবে না।’

মির্জা ফখরুলের ‘সরকার দিন দিন হিংস্র হয়ে উঠছে, বিএনপি কর্মীদের গ্রেফতার করছে’ এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে হিংস্রতার রাজনীতি বিশেষ করে ২০১৩-১৪-১৫ সালে মানুষকে পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা করা, বহু মানুষকে ঝলসে দেওয়া, বহু মানুষকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া- এগুলো বাংলাদেশে আগে কেউ কখনো দেখেনি। পৃথিবীতেও সমসাময়িককালে রাজনীতির জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা কেউ দেখেনি।’

বিজ্ঞাপন

এখন এই লকডাউনের মধ্যে যদি কেউ ফৌজদারী মামলার আসামি হন, তিনি যদি কোনো দল করেন তাহলে তাকে গ্রেফতার করা যাবে না?- প্রশ্ন রেখে ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা ফৌজদারি অপরাধের আসামির পক্ষ কেন নেন। কোনো রাজনীতিবিদও যদি ফৌজদারি মামলার আসামি হন, আইন এবং আদালত তো তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। আইন এবং ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে রাজনীতির কোনো সংশ্লেষ নেই।’

এখন গ্রামাঞ্চলেও করোনা ছড়িয়েছে এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি মানুষের মধ্যে করোনার শুরুতে যে ধরণের ভীতি ছিল, সেই ভীতিটা নেই। দীর্ঘ একবছর গ্রামে করোনা না ছড়ানোর পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছিল, সেখানে কখনো করোনা যাবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, শহরের হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি হচ্ছে তার ৭০ ভাগ গ্রাম থেকে আসছে।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারও অনুরোধ জানিয়ে ড. হাছান বলেন, ‘নিজের সুরক্ষার জন্যই লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর