Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধের চতুর্থ দিন: গ্রেফতার ৫৬৬, জরিমানা ১১ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৯:২২ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ২১:০৮

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানী থেকে ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঠুনকো কারণ দেখানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১৬৪ জনের এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বাইরেও ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির বিপরীতে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।

এর আগে ২৫ জুলাই ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়। ২৩০ জনকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির বিপরীতে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করে।

২৪ জুলাই ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়। ১৩৭ জনের ভ্রাম্যমাণ আদালতে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগের মাধ্যমে ৪৪১টি গাড়ির বিপরীতে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আর ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন (২৩ জুলাই) ৪০৩ জনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনের এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির বিপরীতে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ডিএমপি জানিয়েছে, এত গ্রেফতার আর জরিমানাতেও অকারণে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কমছে না। বরং প্রতিদিন বাড়ছে এই সংখ্যা। মানুষ নিজের জায়গায় সচেতন না হলে ক্ষতিটা নিজের থেকে পরিবারের উপর গিয়ে পড়বে। সচেতন না হওয়ার জন্যই দিন দিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএসএ

গ্রেফতার জরিমানা টপ নিউজ বিধিনিষেধের চতুর্থ দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর