Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৮:৩৫

নেত্রকোনা: আটপাড়া উপজেলায় ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হচ্ছে, উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের সুলতান খানের ছেলে মামুন খান (২১) এবং উপজেলা সদরের দক্ষিণপাড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে জলিল খান (৩০)।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার দের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, উপজেলায় দৌলতপুর গ্রামের এক শিশুকে গত ২২ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে একটি বসতঘরে ধর্ষণ করে আসামিরা। পরে ২৩ জুলাই ভিকটিমের বাবা বাদী হয়ে আটপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করলে আজ আসামিদের গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসএসএ

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার নেত্রকোনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর