Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৮:২০

সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলায় খালুর বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রুবাইয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুবাইয়া খাতুন একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও নিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

শিশুটির খালু ওসমান গনি জানান, ঈদ উপলক্ষে তার বাড়িতে বেড়াতে এসেছিল রুবাইয়া। সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে হঠাৎ ডুবে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর