পুঁজিবাজারে মূল্য সংশোধন, বেশিরভাগ শেয়ারের দরপতন
২৬ জুলাই ২০২১ ১৬:৫০ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৭:৩৬
ঢাকা: টানা ছয় দিন ঊর্ধ্বমুখী থাকার পর মূল্য সংশোধনে পুঁজিবাজারের সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম। বাজারের এই পতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, টানা ঊর্ধ্বমুখী থাকার পর অধিকাংশ বিনিয়োগকারী লাভজনক অবস্থানে থাকায় এদিন বিক্রির চাপ বেড়ে গিয়ে সূচকের পতন হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে যায়। এদিন ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির ৪৯ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৯০৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২৩৯টির এবং ৩৪টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট কমে ৬ হাজার ৪০৪ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে নেমে আসে। তবে ডিএসইএ-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়ায়।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকায়। সে তুলনায় আগের দিন (রোববার, ২৫ জুলাই) ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
এদিকে, এদিন দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৭টি কোম্পানির ২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইতে ৫৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন (রোববার) এই পরিমাণ ছিল ৪০ কোটি ৭৮ লাখ টাকা। এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬১৬ পয়েন্টে নেমে আসে।
সারাবাংলা/জিএস/টিআর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টপ নিউজ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার সিএসই