Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ২ মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৫:৪৬

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নাসিমা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের সাত মাস বয়সী মেয়ে সিদ্দীকা ও ৭ বছরের মেয়ে নাফিজা।

সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর পিটতলা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা আক্তার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী।

পুলিশ জানায়, অটোরিকশায় চড়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন নাসিমাসহ তার দুই মেয়ে। এসময় হরিনগর পিটতলা এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। আহত হয় তার দুই মেয়ে সিদ্দীকা ও নাফিজা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

চাঁপাইনবাবগঞ্জ ট্রাকের ধাক্কায় মায়ের মৃত্যু