Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিলেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৫:১৩ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৬:২৯

ঢাকা: নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এসে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।

তার ভ্যাকসিন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ’র উপ-পরিচালক ডা. মো. খোরশেদ আলম সারাবাংলাকে বলেন, ‘রুহুল কবির রিজভী মডার্নার ভ্যাকসিন নিয়েছেন।’

ভ্যাকসিন নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা জানতে চাইলে ডা. মো. খোরশেদ আলম বলেন, ‘পার্শ্বপ্রতিক্রিয়া তো সঙ্গে সঙ্গে হয় না। ওটা পরে বোঝা যায়।’

এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আজ (সোমবার, ২৬ জুলাই) দুপুর পৌনে ১ টায় বিএসএমএমইউ-তে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন রুহুল কবির রিজভী। এখন পর্যন্ত তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি সুস্থ আছেন।

চলতি বছরের ১ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন। এর আগে ৮ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পর চলতি বছরের ১৫ মার্চ এক প্রোগ্রামে রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘ন্যায়সঙ্গতভাবে আমি যে ভ্যাকসিনের বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই ভ্যাকসিন আমার শরীরে প্রবেশ করতে দেব না।’

এদিকে করোনা থেকে সেরে ওঠা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯ জুলাই ভ্যাকসিন গ্রহণ করেন। দলীয় প্রধানের ভ্যাকসিন গ্রহণের ঠিক সাত দিন পর ভ্যাকসিন গ্রহণ করলেন রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

ভ্যাকসিন নেবেন না বলে ঘোষণা দেওয়ার পরও ভ্যাকসিন গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে রিজভী ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘উনি (রিজভী) ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনিকা ভ্যাকসিন নেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। দেশে এখন মডার্নার ভ্যাকসিন অ্যাভাইলেবল। তাই তিনি ভ্যাকসিন নিয়েছেন।’

অবশ্য বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সম্প্রতি বলেছেন, অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনিকা ভ্যাকিসন পৃথিবীর সবচেয়ে লোভাতুর ভ্যাকসিন। এই ভ্যাকসিনটাই এখন সারা পৃথিবীতে বেশি চলছে। সেটা এখন আমাদের এখানে অ্যাভাইলেবল না হওয়ায় মডার্নার ভ্যাকসিন নিতে হয়েছে।’

সারাবাংলা/এজেড/এএম

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর