পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
২৫ জুলাই ২০২১ ২১:১৯ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ০২:৩৪
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকতারুজ্জামান ডাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ জুলাই) দিনাজপুর-রণশিয়া পাকা সড়কের বৈরচুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জ থেকে পিকআপ ভ্যানটি বৈরচুনা যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। বৈরচুনা এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে পিকআপ ভ্যানটির ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
জানা গেছে, নিহত ডাবলু উপজেলার বৈরচুনা গাজাংপাড়া গ্রামে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মৃত রফিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সারাবাংলা/টিআর