Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ড ভ্যানের চাপায় এনজিওকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ২১:৩৮ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ০২:২৯

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়া সদরের গোকুলে একটি কাভার্ড ভ্যানের চাপায় মতিউর রহমান (২৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

রোববার (২৫ ‍জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান দিনাজপুর জেলার ভান্ডারদহ গ্রামের শামছল আলমের পুত্র।

জানা যায়, মতিউর রহমান মোটরসাইকেলে করে তার কর্মস্থল সিরাজগঞ্জে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া সদর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মতিউরের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/টিআর

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর