আম বাগানের গাছে ঝুলছিল তরুণের মরদেহ
২৫ জুলাই ২০২১ ২০:৩৭ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ০২:২৫
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিরাজ আলী (২১) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মিরাজ আলী কয়া গ্রামের উত্তরপাড়ার মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুই দিন আগে সামান্য একটি ঘটনা নিয়ে বাবার সঙ্গে মিরাজের মনোমালিন্য হয়। এরই জের ধরে গত শনিবার (২৪ জুলাই) বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পরিবার পায়নি।
ওসি বলেন, এর মধ্যে গ্রামের কৃষকরা গ্রামের বেলের মাঠে কাজ করতে গিয়ে আম বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/টিআর