Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন মেয়র আইভীর মা, প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ০১:৩৪ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ০১:৪৭

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম আর নেই। রোববার (২৫ জুলাই) ঠাণ্ডাজনিত রোগে অসুস্থ হয়ে নগরীর দেওভোগ এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

মমতাজ বেগম তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জননী ছিলেন। তার পাঁচ সন্তানের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সবার বড়। এছাড়া তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ছিলেন।

সারাবাংলা/এসএসএ

প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর